জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে শিলিপসন মুরমু (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের কুন্ডহরি গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ।
শিলিপসন মুরমু রাজশাহী জেলার তানোর উপজেলার নটিপাড়া গ্রামের পরমেশ্বর মুরমুর ছেলে।
পরিবার ও থানা সূত্রে জানা গেছে, শিলিপসন মুরমু দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এজন্য বিভিন্ন ডাক্তার ও কবিরাজের কাছে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হোন। আত্মীয়স্বজনসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও কোন হদিস পাওয়া যায় নি তার। আজ সকালে(২৯ নভেম্বর) নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের কুন্ডহরি গ্রামের বাসিন্দা প্রতিবেশী অনিল দেখতে পান তার বাড়ির সামনে বরই গাছে শিলিপসন মুরমু ঝুলন্ত অবস্থায় রয়েছে।
খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
তিনি প্রতিবেদককে জানান, ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।