নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর নিয়ামতপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
 দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শফিক, পূজা উদযাপন পরিষদের সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, উপজেলা বিএনপির সদস্য শামীম রেজা চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, ছাত্র প্রতিনিধির সদস্য প্রমূখ।
প্রস্তুতিমূলক সভায় জানানো হয়, এ বছর উপজেলায় ৫৮ টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবে। নিরাপত্তা নিশ্চিত করতে ও কোন বিশৃঙ্খলা প্রতিহতে করতে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন।
এছাড়াও প্রত্যেক মন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্হা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.