নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের কমিটি গঠিত

পলাশ সাহা, (নেত্রকোণা) প্রতিনিধি:  বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের নেত্রকোণার দুর্গাপুর উপজেলা কমিটি গঠিত হয়েছে। ৯ ডিসেম্বর,সোমবার এ কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আবু সিদ্দিক রুক্কু, সাধারণ সম্পাদক হয়েছেন আল ইমরান সম্রাট গণি।
এই কমিটির অন্যান্যরা হলেন,কার্যকরী সভাপতি – সারোয়ার মাহমুদ কাইয়ুম। সহ সভাপতি- রফিকুল ইসলাম রফিক,মুজিবুর রহমান রাজু,ফারুক হাসান,খোকন সরকার। কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন আজিজুল ইসলাম আজিজ। সাংগঠনিক সম্পাদক – আশিকুল ইসলাম কমল। তদন্ত বিষয়ক সম্পাদক – ইয়াহিয়া খান পিন্টু। দপ্তর সম্পাদক – আলমগীর হোসেন। আইন বিষয়ক সম্পাদক – আব্দুল আহাদ৷ প্রচার ও প্রকাশনা সম্পাদক – আব্দুল্লাহ আল মামুন রণবীর। নারী ও শিশু বিষয়ক সম্পাদক – তাজনীন জাহান পূণ্য। ভূমি বিষয়ক সম্পাদক – সাখাওয়াত হোসেন সজীব। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক – বিকাশ সরকার। যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক – রাতুল খান রুদ্র। অর্থ সম্পাদক – মোহাইমিনুল ইসলাম বেগ শুভ্র। এই কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন,আল আমিন হাওলাদার,প্রবাল দাশ এবং পলাশ সাহা।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান,তারা মানবকল্যাণে নিবেদিত হয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন। এছাড়া মাদকমুক্ত সমাজ গঠনে সোচ্চার ভূমিকা পালন করবেন তারা। অন্যান্য কার্যক্রমসমূহের মধ্যে থাকবে,যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য  করা,নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধে কাউন্সিলিং প্রদান,সমাজের প্রতিবন্ধীদের সাহায্যকরণ,বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান,ইভিটিজিং ও বাল্যবিবাহ বন্ধ করা,অসাহায় ও গরীব মানুষকে আইনি সহায়তা প্রদান,দু:স্থ রোগীদের চিকিৎসায় সহায়তা দেয়া।

Leave a Reply

Your email address will not be published.