নেত্রকোনায় বসত ঘর থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার পৌর শহরের বড় বাজার এলাকার নিজ বসত ঘর থেকে দিলীপ কুমার সাহা (৬৮) নামে এক কলেজ শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে পৌর শহরের বড়বাজার এলাকার নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি পৌর সদরের আবু আব্বাছ ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী ঢাকায় আত্মীয়ের বাসায় চলে যাওয়ায় গত কয়েকদিন যাবত তিনি বাসায় একা থাকতেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী বাসায় এসে দরজা তালা দেয়া দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে খাটের নিচে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে খুন করা হয়েছে বলেও প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তদন্তের পর আসল ঘটনা জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published.