নড়াইলে গণঅভ্যুত্থানে নিহত ছাত্রনেতা সুব্রত সাহা মানিকের স্মৃতিস্তম্ভ ও চয়ন মল্লিকের ম্যুরাল ভাঙচুর

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল : নড়াইলে ছাত্রনেতা সুব্রত সাহা মানিকের স্মৃতিস্তম্ভ ও চয়ন মল্লিকের ম্যুরাল ভাঙচুর। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শহীদ মিনার ও পূর্বপাশের ফটকের পাশে ৯০ এর গণঅভ্যুত্থানে নিহত ছাত্রনেতা সুব্রত সাহা মানিকের স্মৃতিস্তম্ভ ও চয়ন মল্লিকের ম্যুরাল ভাঙচুরের করেছে দুর্বৃত্তরা।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৫ জানুয়ারি) সকালের দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
কলেজ সূত্রে জানা যায়, শনিবার কলেজ বন্ধ থাকায় তেমন লোকজনের উপস্থিতি ছিল না। স্মৃতিস্তম্ভের ওই পাশটিতে লোকজনের চলাচল কম ছিল। এ সুযোগে সকালের দিকে কয়েকজন কলেজের পূর্ব পাশ দিয়ে ভেতরে প্রবেশ করে মানিকের স্মৃতিস্তম্ভ ও চয়নের ম্যুরাল ভাঙচুর করে চলে যায়। তাদের সবার হেলমেট পরা ছিল।
এদিন সন্ধার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদ লতীফ বলেন, আমি নড়াইলের বাইরে থাকায় একটু আগে জানতে পেরেছি। শুনেছি হেলমেট পরে এসে কয়েকজন দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এটা পরিকল্পিতভবেই করা হয়েছে। প্রশাসনকে জানানো এ ব্যাপারে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলামকে ফোন করা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান। কলেজের পাশে অবস্থিত রুপগঞ্জ পুলিশ ফাঁড়িতে কথা বলতে বলেন।
এদিকে রুপগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মো. আলিমুজ্জামানকে ফোন করা হলে তিনিও এ ব্যাপারে অবগত নন বলে জানান।
উল্লেখ্য, কলেজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে মানিক ও চয়ন প্রত্যক্ষ ভূমিকা রাখেন। আন্দোলন অংশ নিয়ে মানিক ১৯৯০ সালের ৩০ নভেম্বর এবং চয়ন মল্লিক ১৯৯২ সালের ১৬ অক্টোবর প্রাণ হারান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *