নড়াইলে নাকসী-মাদ্রাসা বাজারে গোয়েন্দা পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেফতার ১

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:নড়াইলে নাকসী-মাদ্রাসা বাজারে গোয়েন্দা পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেফতার একজন।নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৪৫৫ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (৩৪) নামে এক যুবককে আটক করেছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার নাকসী-মাদ্রাসা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নড়াইল গোয়েন্দা পুলিশের ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদ্দামকে আটক করা হয়। তার কাছ থেকে ৪৫৫পিস ইয়াবা উদ্ধার করা হয়। সাদ্দামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা হয়েছে। আটক সাদ্দাম হোসেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ গ্রামের আকবর শেখের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Leave a Reply

Your email address will not be published.