নড়াইলে পুলিশের অভিযানে বিস্ফোরক মামলার আসামী গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল // নড়াইলের  কালিয়া উপজেলায় একটি বিস্ফোরক মামলায় ইয়াসিন শিকদার জনি (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ।গ্রেফতারকৃত ইয়াসিন শিকদার জনি উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাঁকা গ্রামের মোঃ রেজাউল শিকদারের ছেলে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৫ জানুয়ারি) রাতে কালিয়া থানার পুলিশ তাকে  গ্রেফতার করে এবং ২৬ জানুয়ারি বেলা ১১ টায় জেলা আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ দিন আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম ইয়াসিন শিকদার জনি কে নজর দারিতে রাখার পর গত ২৫ তারিখ রাতে, কালিয়া থানার মামলা নাম্বার (জি,আর,১২৪)  ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ২৫ ডি, তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলি আইনের ৩/৬ ধারায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Leave a Reply

Your email address will not be published.