পত্নীতলায় ন্যায্যমূল্যের বাজারে ক্রেতাদের উপচেপড়া ভীড়!

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:  বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেট ভাঙতে ও পবিত্র রমজান উপলক্ষে নওগাঁর পত্নীতলায় সুলভ মূল্যে মাংস, ডিম এবং ইফতার সামগ্রী বিক্রির বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলীমুজ্জামান মিলন।
শুক্রবার (২৮ ফেব্রয়ারি) সকালে উপজেলা প্রশাসন উদ্যোগে ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতায় উপজেলা সদর নজিপুর পৌর শহরের ধামইরহাট রোডের নতুনহাট মোড়ে এ বাজার চালু করা হয়েছে।
ইউএনও আলীমুজ্জামান মিলন বলেন, ‘নওগাঁ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল এর উদ্যোগে জেলার প্রতিটি উপজেলায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাংস, ডিম এবং ইফতার সামগ্রী বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে পত্নীতলা উপজেলায় ন্যায্যমূল্যের বাজার চালু করা হয়েছে।
 বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেট ভাঙতে আমাদের এই উদ্যোগ।’
 এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা প্রাণিসম্পদ অফিসার আশীষ কুমার দেবনাথ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতের নেতা হাবিবুর রহমান, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, সহসভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
এ দোকান চালু করায় ক্রেতারা প্রয়োজন অনুযায়ী পণ্য কিনতে পারছেন। এতে গরুর মাংস প্রতিকেজি ৬শ ৫০ টাকা ও মুরগির ডিম ১০টাকা প্রতিপিসসহ নানা পণ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। দোকান চালুর সাথে সাথেই সাধারণ ক্রেতাদের উপচেপড়া ভীড় দেখা যায়।
বিনা লাভের দোকানে পণ্য কিনতে রমজান আলী বলেন, ‘আমি এখান থেকে আলু, পেঁয়াজ ও ডিম নিয়েছি। বাজারে এগুলোর দাম অনেক বেশি।’
আরেক ক্রেতা নাসরিন জাহান বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ অবস্থায় প্রশাসনের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।’
মমতাজ উদ্দীন জানান, ‘আমি ৬৫০ টাকা কেজি হিসেবে গরুর মাংস কিনলাম। সাধারণ ব্যবসায়ীরা যেখানে ৭০০ টাকা কেজি বিক্রি করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *