মোহাম্মদ আককাস আলী, প্রতিনিধি মহাদেবপুর : পীর-এ কামেলে মোকাম্মেল দেওয়ান মাহবুব-উল আলম চিশতি (রা:) ১১তম ওফাত দিবস পালিত হয়েছে। সোমবার
রহিমপুর দরগা শরীফে এ উপলক্ষে আশেকান ভক্তদের মিলন মেলায় প্রাণবন্ত হয়ে ওঠে দরগা শরীফ। দোয়া মাহফিল, জিকির আজকারের ধ্বনিতে মুখরিত করে তোলে ভক্তগণ।
রহিমপুর দরগা শরীফের পরিচালক কবি গবেষক ও ইসলামিক চিন্তাবিদ মো.আফজাল হোসেনের সভাপতিত্বে আশেকান ভক্তদের মধ্যে বয়ান পেশ করেন, প্রফেসার সাইদুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, আফতাব মুন্সী, আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর-এ কামেলে মোকাম্মেল দেওয়ান মাহবুব-উল আলম চিশতি (রা:) একমাত্র বংশধর (কন্যা) দেওয়ান মোরশেদা আখতার শিমু।
বয়ান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম। দোয়া শেষে ভক্তদের মাঝে তবারক বিতরণ করা হয়।