মোহাম্মদ আককাস আলী, প্রতিনিধি মহাদেবপুর : নওগাঁর পোরশায় ২২০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধায় উপজেলার ঘাটনগর কাচারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটকৃতরা হলো কাচারিপাড়ার মৃত রবি মালাকারের ছেলে রমেশ মালাকার (৫৫) এবং তার স্ত্রী দিপালী রানী (৪৫)। ওসি শাহীন রেজা জানান, মাদক ব্যবসায়ী রমেশ ও দিপালী রানী স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং শুক্রবার সকালে দুজনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।