প্রচন্ড শীতে বরেন্দ্র অঞ্চলে বোরো বীজতলার ব্যাপক ক্ষতির সম্ভাবনা

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : কয়েকদিনের প্রচন্ড শীতে বরেন্দ্র অঞ্চলে বোরো বীজতলার ব্যাপক ক্ষতি রয়েছে।
বীজতলা ক্ষতির কারনে আসন্ন বোরো মওসুমে বোরো ধান রোপনের ক্ষেত্রে ধার্যকৃত লক্ষমাত্রা অর্জিত না হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফলে কৃষকরদের মধ্যে দারুনভাবে হতাশা দেখা দিয়েছে। কৃষি বিভাগ বলছে আবহাওয়া স্বাভাবিক হলে তেমন কোন ক্ষতির আশঙ্কা নেই।
কৃষি অধিদপ্তর সূত্রে জানাগেছে এ অঞ্চলে বোরো মওসুমে জেলায় বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারিত হয়েছে ১ লাখ ৯১ হাজার ৪২৫ হেক্টর জমিতে।
কৃষকরা এই জমিতে বোরো রোপনের জন্য প্রয়োজ নীয় ১০ হাজার ৬শ ৯৫ হেক্টর জমিতে বীজতলা তৈরী করে ছেন। গত কয়েক দিনের প্রচন্ড শীত বোরো চারা’র জন্য খুবই স্পর্শকাতর। কোন কোন বীজতলায় চারা লালচে আবার কোন কোন বীজতলায় চারা সাদাটে বা তামাটে বর্ণ ধারন করতে শুরু করেছে।
আতঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা।
এদিকে কৃষি সম্প্রসারন অধিদপ্তর জানায়, এখনও বোরো চারা ক্ষতির কারন হয়নি। আবহাওয়া স্বাভাবিক হয়ে গেলে ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব হবে।
তবে কৃষকদের নানাভাবে পরামর্শ দেয়া হচ্ছে যাতে বিশেষ বোরো বীজতলা ক্ষতিগ্রস্থ না হয়।

Leave a Reply

Your email address will not be published.