ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার) : কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাধীন পানিরছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রজি উল্লাহ কে সাময়িক বরখাস্ত করার আদেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। আজ মঙ্গলবার ২৬/১১/২০২৪ ইং তারিখ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. বিপ্লব গাঙ্গুলি কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্রমতে, পানিছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রজি উল্লাহ বারবার শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করেছেন। তাছাড়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহেশখালী বিগত ১৫/০৬/২০২৩ ইং তারিখ প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্যকরণ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহেশখালী এর তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়। বর্ণিত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে বোর্ডকে অবহিত করার জন্য শিক্ষা বোর্ড কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহেশখালী কে নির্দেশনা প্রদান করা হয়।