বগুড়ায় জামায়াতের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া আহত ১০ নেতাকর্মী

বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ার: বিরোধী দলের ডাকা তৃতীয়বারের মতো ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিনে জামায়াতের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৮ নভেম্বর) সকালে দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম এবং বগুড়া রংপুর মহাসড়ক বাঘোপাড়ায় এ ঘটনাটি ঘটে।

জামায়াতের আমির দাবি করেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের রাবার বুলেট ,টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ফলে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।

অপরদিকে পুলিশ কর্মকর্তারা জানায়, পুলিশের উপর আক্রমণ হওয়ায় যথাযথ নিয়ম মেনেই তাদের প্রতিহত করা হয়েছে। তাদের ককটেল নিক্ষেপেই তারাই আহত হয়েছে।

জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ৭ টার দিকে বগুড়া বাইপাস সাবগ্রাম এলাকায় ইসলামী আন্দোলন বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। তারা মহাসড়কে অবস্থানরত ডিবি পুলিশ তাদের সরে যেতে বলেন এক পর্যায়ে তা ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ জামাই নেতাকর্মীরা এবং তাদের প্রতিহত করতে পুলিশের পক্ষ থেকে রাবার বুলেট টিয়াসেল নিক্ষেপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.