বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ারঃ ৭ ডিসেম্বর বাংলাদেশ এলপি গ্যাস সোসাইটির বগুড়া প্রধান কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা ওয়েল কোম্পানি এবং পদ্মা অয়েল কোম্পানির এলপি গ্যাস পরিবেশকদের মাঝে সরবরাহ বৃদ্ধি এবং সুষ্ঠু বন্টন করার লক্ষ্যে বগুড়া জেলা শাখার পরিবেশকদের নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ এলপি গ্যাস সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আসলাম খান বলেন, কোম্পানি গুলো গ্যাস সরবরাহ স্বাভাবিক ভাবে ডিলারদের মাঝে বন্টন করলে ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্যে গ্যাস সরবরাহ করা যাবে।
আরো বক্তব্য রাখেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বজলুর রশিদ।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আব্দুল মালেক সরকার, মমতাজার রহমান আনজু, আজিজুল হক, সমর দাস, রবিউল ইসলাম এবং নুরুল ইসলাম সহ আরো অনেকে।