বগুড়ার বানদিঘীতে জুলাই বাংলা ফোরামের শীতবস্ত্র বিতরন

বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ারঃ ক’দিন ধরে জাঁকিয়ে বসেছে শীত। জানুয়ারি মাসে শীতের প্রকোপ বেশিই থাকে। দেশে আরও কিছুদিন শীত থাকবে। শীতের ঠান্ডা হাওয়া আমাদের দুয়ারে ভালোই আঘাত করছে। আর ঠিক এই সময় অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়াতে শীতবস্ত্র নিয়ে এগিয়ে এসেছে ‘জুলাই বাংলা ফোরাম” একটি সংগঠন।

শনিবার বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদিঘী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতি বছরের ন্যায় এবারেও এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করলেন জুলাই বাংলার প্রধান নজরুল ইসলাম জনি। বগুড়া জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা সাব্বির হোসেন বাবলুর পিতার স্বরণে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামলী বেগম, জুলফিকার ইসলাম সোহাগ, পারভীন আক্তার লিপি, ফারজানা ইসলাম, সম্পাদুল ইসলাম শাহীন, লালন সরকার, আশিক সরকার, সিরাজুল ইসলাম ও সুমাইয়া হুসাইন বিপা।

জুলাই বাংলার প্রধান নজরুল ইসলাম জনি বলেন, আমরা একটু সচেতন হলে এসব মানুষের পাশে দাঁড়াতে পারি। নিজের আয়ের সামান্য কিছু অংশ দিয়ে তাদের কয়েকটি কম্বল অথবা শীতবস্ত্র কিনে দিতে পারি। বড় বড় প্রতিষ্ঠান এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। বড় বড় ব্যবসায়ী আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে পারেন। অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর মধ্যে আত্মতৃপ্তি আছে। যেসব অসহায় মানুষ শীতে কষ্ট পাচ্ছে, তাদের পাশে থাকাটাই মানবতা। মানবতার সেবা করা আমাদের সবারই উচিত। প্রত্যেক ধর্ম মানবতার সেবা করতে বলেছে। তাই আসুন, শীতার্ত মানুষের অসহায় জীবনের কথা ভেবে তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের মনে রাখতে হবে, শুধু নিজে ভালো থাকলেই হবে না, আমার পাশের জনকেও ভালো থাকতে হবে। আমাদের সবারই উচিত সেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া। আরেকজনের কষ্ট নিজের অন্তর দিয়ে অনুভব করতে হবে। আসুন, আমরা মানবতার জন্য কাজ করি।

সাব্বির হোসেন বাবলু বলেন, একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে, শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.