বগুড়া আদমদীঘিতে দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

হুমায়ূন আহমেদ স্টাফ রিপোর্টার, আদমদীঘি, বগুড়া ঃ 
বগুড়ার আদমদীঘিতে দুপচাচিয়া ইসলামিয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে প্রায় দুই শতাধিক নারী ও পুরুষ রোগী দেখেন চিকিৎসকরা। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন অর্থোপেডিক, ট্রমা, স্পাইন স্পেশালিস্ট ও সার্জন ডাঃ আব্দুল আলীম, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ যুথিকা খাতুন, চর্ম ও যৌন এবং এলার্জী রোগ বিশেষজ্ঞ ডাঃ ফাতেমাতুজ জাহরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আতোয়ার হোসেন, সহ সেক্রেটারী মাওলানা আব্দুল জব্বার, দুপচাচিয়া ইসলামিয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক (মার্কেটিং) আবু বক্কর সিদ্দিক লিটন, পরিচালক (অর্থ) মাজফুজুর রহমান রোকন, মার্কেটিং অফিসার আবু বক্কর সিদ্দিক, আবুল বাসার, রিয়াজ উদ্দিন, শেফালী খাতুন, গণমাধ্যম কর্মী দৈনিক কালবেলা পত্রিকার এরশাদ আলী, দৈনিক মানবজমিন পত্রিকার ফিরোজ হোসেন, দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার হুমায়ূন আহমেদ ,আদমদিঘী উপজেলা গৃহ নির্মাণের সভাপতি ফরিদুল ইসলাম অ্যাডভোকেট তুহিন প্রমূখ। 

Leave a Reply

Your email address will not be published.