বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন হলো কিছুক্ষণ আগে

কালের সংবাদ ডেস্কঃ নদীর তলদেশে নির্মিত সড়ক যোগাযোগ ব্যবস্থার উদ্বোধন হলো কিছুক্ষণ আগে যার নাম বঙ্গবন্ধু টানেল।

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত এই টানেল দক্ষিন এশিয়ায় প্রথম নদীর নিচ দিক দিয়ে রাস্তা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করলেন।

চট্টগ্রাম শহর থেকে ৪০ কিলোমিটার দূরে পতেঙ্গা ও আনোয়ারা উপজেলার মধ্যে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলটি।

পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে একটি এবং টানেল পার হয়ে আনোয়ারায় নদীর দক্ষিণ তীরে আরেকটি ফলক উন্মোচন করলেন।

প্রতিদিন ১৭ হাজার ২৬০টি যানবাহন টানেলটি ব্যবহার করতে পারবে।

টানেলটি দেশের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি ০.১৬৬ শতাংশ বাড়াতে সাহায্য করবে। এটি অর্থনীতিকে আরও প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published.