বড়াইগ্রামে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম, (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে যথাযথ ভাবে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের উদ্দেশ্যে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বড়াইগ্রাম উপজেলা এবং বনপাড়া ও বড়াইগ্রাম পৌর শাখা এর আয়োজন করে।

বনপাড়া পৌর মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহŸায়ক নাটোর কোর্টের পিপি আব্দুল কাদের। বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে বক্তৃতা করেন বনপাড়া পৌর বিএনপির আহŸায়ক অধ্যাপক লুৎফর রহমান, বড়াইগ্রাম পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ইসহাক আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক শামসুল আলম রণি, অধ্যক্ষ আশরাফ আলী, অধ্যাপক আব্দুল আলীম, বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহŸায়ক খলিলুর রহমান গাজী, এবিএম ইকবাল হোসেন রাজু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল, সেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান, ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বিপুল প্রমূখ। সভায় বক্তারা ৭ নভেবম্বর সরকারি ছুটি ঘোষনার দাবী করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বনপাড়া পৌর বিএনপির সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক আব্দুস সালাম মোল্লা।
অনুষ্ঠানে বক্তারা আগামী ১০ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বনপাড়া বাইপাসে বিশাল গণসমাবেশ সফল করতে জনসংযোগ বৃদ্ধির আহŸান করেন। ওই সমাবেশে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রধান অতিথির বক্তৃতা করবেন।**

Leave a Reply

Your email address will not be published.