বদলগাছিতে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

মোহাম্মদ আককাস আলী, প্রতিনিধি মহা. :  র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে শুক্রবার বদলগাছি থেকে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- বদলগাছি থানার খাদাইলের মৃত আব্দুল জব্বারের ছেলে ডাকাত দলের প্রধান হেলাল হোসেন (৪২), একই থানার নন্দাহারের মৃত নীলচাঁদ মণ্ডলের ছেলে মো. হেলাল উদ্দিন (৪৪), অপরজন বগুড়ার আদমদিঘি থানার ছাতনী তালুকপাড়ার মন্টু তালুকদারের ছেলে কালাম তালুকদার।
এ সময় আবু হাসান (২৫) নামের এক ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ অধিনায়ক জানান, ডাকাত দল শুক্রবার ভোরে বদলগাছি থানার দুধকুড়ি এলাকায় ইজি বাইকে যাত্রি বেশে ছোরার ভয় দেখিয়ে ইজি বাইক ছিনিয়ে নেয় এবং ইজি বাইকের চালক খলিলুর রহমানকে আসামিরা রশি দিয়ে বেঁধে রাস্তার পাশে ধান খেতে ফেলে দেয়।
খলিলুরের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলের আশেপাশে চার দস্যুকে ঘিরে ফেলে। র‌্যাবের টহল দল ঘটনাস্থলে পৌঁছে এলাকার জনগণ নিয়ে আসামী তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং একজন কৌশলে পালিয়ে যায়।
ছিনতাইকৃত ইজি বাইক উদ্ধার করা হয় এবং আসামিদের দস্যুতার কাজে ব্যবহৃত রশি এবং চারটি ছোরা উদ্ধার করা হয়। যা আলামত হিসেবে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.