বদলগাছীতে কে.এম. সুজাউলকে ১৬ বছর পর কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ল বন্ধু ও সহকর্মিরা

সিয়াম সি‌দ্দিকী, বি‌শেষ প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): নওগাঁর বদলগাছীর কে. এম. সুজাউল ইসলামকে ১৬ বছর পর কাছে পেয়ে স্বজন, বন্ধু ও সহকর্মিরা কান্নায় ভেঙ্গে পড়লেন।

সুজাউল পিলখানায় কর্মরত ছিলেন। পিলখানা হত্যাকান্ড ঘটনায় বিস্ফোরক আইনে দীর্ঘ ১৬ বছর কারা ভোগের পর গত ২৩ জানুয়ারী জামিনে মুক্তি পায়। সুজাউল বিয়ের ৩ বছর পর পিলখানা হত্যাকান্ড ঘটনায় গ্রেপ্তার হলে দীর্ঘ দিন স্বামীর অপেক্ষায় থাকার পর স্ত্রী ৯ বছর পর অন্যন্ত্র বিয়ে হয়। দীর্ঘ কারা ভোগের মধ্যে সুজাউল হারাই তাঁর মা বাবাকে। সব কিছু হারিয়ে সুজাউল যেন এক জীবন্ত লাশ। জামিনে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নওগাঁ জেলা বি.ডি.আর. কল্যান পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সুজাউলকে ফুলের মালা দিয়ে বরণ ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে নওগাঁ জেলা বি.ডি.আর. কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মো: দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন।

তাঁর স্কুল জীবনের বন্ধু প্রভাষক শাহিনুর রহমান ওয়ান টু, সহকারী শিক্ষক এস.এম. আতিকুর রহমান রাজু, সহকারী অধ্যাপক এস. এম. সাইদুর রহমান, ফজলে এলাহী প্রমুখ। সুজাউল বলেন আমরা নিরপরাধ, আমাদের বিনা কার‌ণে সাজা দেওয়া হয়েছে। আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। আমাদের দাবী সঠিক তদন্তের মাধ্যমে মূল অপরাধীকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। চাকুরীচ্যুত বি.ডি.আর. সৈনিকদের যাদের বয়স আছে তাদের পুনর্বহাল ও যাদের বয়স নেই তাদের প্রাপ্য সুবিধা ফিরিয়ে দেওয়ার দাবী জানাই।

Leave a Reply

Your email address will not be published.