বদলগাছীতে গোয়ালঘরে আগুন ঘুমন্ত অবস্থায় পুড়ে মরল বাড়ির মালিক

মো. এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বাড়ির গোয়াল ঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেল মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পরে উপজেলার গোরসাহী গ্রামে। থানা পুলিশ ও গ্রামবাসী জানায় গোরসাহী গ্রামের আলতাফ হোসেন(৬৫) বাড়ির গোয়াল ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল। রাত ২টার পর গোয়াল ঘরে আগুন লেগে গোয়াল ঘরের সাথে ২টি ছাগল পুড়ে মারা যায়। বারান্দায় ঘুমিয়ে থাকা বাড়ির মালিক আলতাফ হোসেন ও পুড়ে যায়। সে মানষিক ভারসাম্যহীন বলে জানা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা ছুটে গিয়ে আগুন নিভায়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরবারকে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে। থানা অফিসার ইনচার্জ মো, মাহবুবুর রহমান জানান পুড়ে মৃত্যুর ঘটনা খুবই বেদনাদায়ক। আলতাফ হোসেন মানষিক ভারসাম্যহীন হলেও সে বিড়ি খাইতো। বিড়ির আগুন অথবা গোয়াল ঘরে দেওয়া কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া ঐ ঘরে শ্যালুমেশিন ছিল, তেল ছিল যে কারণে অগ্নিশিখা তীক্ষè হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল জানান যে ভাবে মানুষটি পুড়ে গিয়েছে আমাকে খুব মায়া লেগেছে। আমি ব্যক্তিগত ভাবে ১০ হাজার, ডিসি স্যারের পক্ষ থেকে ২০ হাজার টাকা সহায়তা দিয়েছি। আরো কিছু খাদ্য সামগ্রী দেওয়ার জন্য পিআইওকে বলেছি। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published.