মো: সিয়াম সিদ্দিকী বদলগাছী (নওগাঁ) বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে চলন্ত ট্রাক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হলেও থানায় হত্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছে। থানায় হত্যা মামলা দায়ের করায় এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন চলছে। স্থানীয় লোকজনের অভিযোগ যে মারা গেছে সেটা তার নিজের ভুলের খেসারত। ঘটনাটি ঘটেছে গত ১২ জানুয়ারী বিকাল সাড়ে ৪টায় পূর্ব বনগ্রাম গুচ্ছ গ্রামে। জানা যায় গুচ্ছ গ্রামের সাজ্জাদ হোসেন সুদেব একজন বর্গাচাষী। তার জমির উপর দিয়ে গুচ্ছ গ্রাম থেকে ধানের খড় নিতে খালি ট্রাক নিয়ে আসে ড্রাইভার আশিক। এ সময় সাজ্জাদ হোসেন সুদেব তার জমির উপর ট্রাক নিয়ে আসায় ক্ষিপ্ত হয়ে চলন্ত ট্রাকে লাফিয়ে উঠে ড্রাইভারকে টেনে হেঁচড়ে নিচে নামায়। তখন দুজনেই চলন্ত ট্রাক দুর্ঘটনার শিকার হন।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে দেখা যায় যে, জমির উপর দিয়ে ট্রাক চলাচল নিয়ে বিরোধ সৃষ্টি সে জমির উপর দিয়ে শত শত মাটি ব্যাহী ট্রাক চলাচলের রাস্তা রয়েছে। প্রত্যক্ষদর্শী সুমি বেগম ও সোম্পা বেগুম জানায় তারা ঘটনাস্থলে ছাগল চড়াচ্ছিল আছরের নামাজের পর একটি খালি ট্রাক সুদেবের জমির উপর দিয়ে পার হচ্ছিল, এ সময় সুদেব অন্যায় ভাবে ট্রাক ড্রাইভাকে গালি দিচ্ছিল এবং ৩টি ইট ছুরে মারে একটি ইটের টুকরো ড্রাইভারকে আঘাত করে। ড্রাইভার ট্রাক বন্ধ করে নেমে আসে। ড্রাইভার বলেন আমি ভুল করেছি চাচা আমি আর আসবো না কোন দিন কেন ডিল ছোড়েন। এর পড়েও দুজনের মধ্যে ঠেলা ঠেলি শুরু হলে আবুল এসে ভেঙ্গে দেয়। তখন সুদেব তার বউকে ডেকে বলে ঘর থেকে ক্যাদা নিয়ে আয় শালাকে আজ কাটবো। ড্রাইভার ভয়ে ট্রাক চালু করে সরে যাওয়ার চেষ্টা করলে সুদেব দৌড়ে এসে চলন্ত ট্রাক থেকে ড্রাইভার আশিককে টেনে হেঁচড়ে নিচে নামানোর চেষ্টা করলে চলনন্ত ট্রাকের নিয়ন্ত্রণ হাড়িয়ে ফেলে। দুজনেই নিচে পড়ে যায়। সুদেব ট্রাকের সামনের চাকার নিচে পড়লে তাকে বাঁচানোর চেষ্টাকলে ড্রাইভার আশিক নিজেই ট্রাকের নিচে পড়ে হাত-পা ভেঙ্গে উল্টে যায় তখন আমরা পা হাত টেনে দিয়ে মাথায় পানি ঢেলেছি। লোকজন এসে ড্রাইভারকে গুরুতর আহত অবস্থায় প্রথমে আক্কেলপুর পড়ে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা আরো জানায় সুদেবের উপর দিয়ে একটি চাকা গিয়েছে কিন্তু তেমন ক্ষতের চিহ্ন ছিল না, এক জায়গায় সামান্য ছাল উঠেছিল। আর ড্রাইভারের উপর দিয়ে দুটি চাকা গিয়েছে। সুদেবের ভুলের কারনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় দুই গুচ্ছ গ্রামের লোকজন ছুটে আসে ঘটনাস্থলে এবং সুদেবকে গালিগালাজ করে আর বলে ড্রাইভারের যত চিকিৎসা খরচ তোকে বহন করতে হবে। এ সময় রাজ্জাক নামে একজন সুদেবকে ৩টি চড় মারে। সুদেব পায়ে হেঁটে বাড়ি চলে যায়। সুদেবের বউ আছমাও সুদেবকে গালি দেয়। পরে শুনতে পায় সুদেব মারা গেছে। ঘটনার দিন রাতে সুদেবের পালিত ছেলে আসলাম হোসেন বাদী হয়ে ড্রাইভারসহ ও চড় মারার অপরাধে রাজ্জাককে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করে। বাদী জানায় ঘটনা ঘটে সাড়ে ৪টার দিকে আর মারা গেছে সন্ধ্যার পর। দুর্ঘটনার শিকার দুজনেই। এছাড়া ভ্যান চালক রাজ্জাক চড়থাপ্পর মেরেছে তাই হত্যা মামলা দায়ের করেছি। তাদের উচিৎ ছিল দুজনকেই হাসপাতালে নেওয়া। তোমরা নিজেরা কেন হাসপাতালে নিলে না জানতে চাইলে বাদী জানায় আমি বাড়িতে ছিলাম না। তাছাড়া এখানে ভ্যান পাওয়া যায় না।
ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন বলেন, দুর্ঘটনা বিকালে সন্ধ্যার পর মারা গিয়েছে। আম খবর পেয়েছি রাত ৯টায়। ড্রাইভারের হাত পা ভেঙ্গে যাওয়ায় সুদেব নাকি বলছে আমি কি ভুল করলাম। পরে তো সে নিজেই মারা গেল।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী বলেন, লাশের ময়না তদন্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।