বদলগাছী‌তে দিন ব‌্যাপী সমবায়ী‌দের ভ্রাম‌্যমান প্রশিক্ষণ অনু‌ষ্টিত

আবু সাইদ বদলগাছীঃ নওগাঁর বদলগাছী‌তে উপ‌জেলার সমবায়ী‌দের নি‌য়ে দিন ব‌্যাপী ভ্রাম‌্যমান প্রশিক্ষণ কর্মশালা অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে। উপ‌জেলা সমবায় কার্যাল‌য়ের আ‌য়োজ‌নে ১ অ‌ক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে উপ‌জেলা সমবায় কর্মকর্তা বাসু‌দেব চন্দ্র দাস এর সভাপ‌তি‌ত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মাহবুব হাসান। উপ‌জেলার সমবায়ী‌দের কৃ‌ষিতে আধু‌নিকায়ন ও মৎস উৎপাদ‌নে  ভূ‌মিকা সম্প‌র্কে বক্তব‌্য উপস্থাপন ক‌রেন উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা কৃ‌ষি‌বিদ সাবাব ফারহান ও উপ‌জেলা মৎস কর্মকর্তা রা‌ফিয়া আফ‌রিন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন নওগাঁ জেলা সমবায় কার্যাল‌য়ের প‌রিদর্শক শামীম রেজা, উপ‌জেলা সমবায় কার্যাল‌য়ের সহকারী প‌রিদর্শক হারুনুর র‌শিদ ও আবু সাঈদ। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জন সমবায়ী অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published.