মো: সিয়াম সিদ্দিকী বদলগাছী (নওগাঁ) বিশেষ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ স্কাউটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পদাধিকারবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি এবং সর্বসম্মতিক্রমে পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইখতিয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটিতে পদাধিকারবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও একজন জেলা প্রতিনিধি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন ১৩ জন, সাধারণ সম্পাদক’সহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন ১৪ জন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন, বাংলাদেশ স্কাউট বদলগাছী উপজেলার সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নতুন কমিটির সাধারণ সম্পাদক ইখতিয়ার হোসেন, কমিশনার আব্দুল মতিন প্রমূখ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।