আবু সাইদ বদলগাছীঃ নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী চার্জার ভ্যান গাড়ীকে পেছন থেকে অপর একটি যাত্রীবাহী বাস বে-পরোয়া গতিতে এসে চাপা দিলে ভ্যানগাড়ীর যাত্রী গর্ভবতী আদিবাসী মহিলা ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেন। ঘটনাটি ঘটেছে ২৫ নভেম্বর সোমবার বেলা ১২টায় বদলগাছী- মাতাজি রোডে পিন্টু হার্ডওয়ার দোকানের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পত্নীতলা হতে নওগাঁগামী রংধুনু নামে একটি যাত্রিবাসী বাস দ্রুত গতিতে বদলগাছী ঢুকছিল। দ্রুতগামী বাসটি পিন্টুর দোকানের সামনে এলে চাকরাইল থেকে চার্জার ভ্যান গাড়িতে চড়ে২ জন যাত্রী বদলগাছী আসছিল । এমন সময় সামনে থেকে পাওয়ারটিলার চালিত একটি ট্রলি বাসের মুখমুখী হলে বাসটি বাঁ দিকে মোড় নিলে যাত্রীবাহী ভ্যানগাড়িটির উপরে উঠে যায়। তখন ঘটনাস্থলেই গর্ভবতী আদিবাসী মহিল বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বরণ করেন। এ সময় ভ্যানে থাকা অপর মহিলা যাত্রী ভ্যান গাড়ী থেকে ছিটকে রাস্তার পাশে পরে যায়। ভ্যান চালক এর একটি পা ভ্যানগাড়ীর নিচে আটকে যায়। আশে পাশের লোকজন ছুটে এসে অপর আহত মহিলা যাত্রী ও ভ্যান চালককে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ২ জনের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহত চুনু বালা (১৮)উপজেলা ভাতশাইল গ্রামের জিতেন্দ্রনাথ পাহানের স্ত্রী । চুনু বালা ৭মাসের গর্ভবতী সে ডাক্তার দেখানোর জন্য বদলগাছী আসার পথেই দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন ভ্যানচালক চাকরাইল গ্রামের আব্দুল হোসেনের ছেলে আলতাফ হোসেন ও ভাতশাইল গ্রামের অনুপাহান এর স্ত্রী সবিতা বালা বলে জানা গেছে। স্থানীয়রা বাসের চালক সহ ৪জন স্টাফকে আটক করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনার স্থল থেকে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্য় শাহাজাহান আলী বলেন সড়ক পরিবহণ আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।