বদলগাছী‌তে বা‌সের ধাক্কায় মটরসাই‌কেল আ‌রোহী নিহত

আবু সাইদ বদলগাছীঃ নওগাঁর বদলগাছীতে বাসের ধাক্কায় নাঈম হোসেন (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত নাঈম হোসেন  উপজেলার সাদিসপুর গ্রামের  মজনুর মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বদলগাছী- জয়পুরহ‌াট রো‌ডে পল্লী বিদ্যুৎ সাব‌স্টেশ‌নের সাম‌নে নাঈম মটরসাই‌কেল যো‌গে বদলগাছী সদ‌রে আস‌ছিল। এ সময় বিপরীত দিক থে‌কে আসা এক‌টি বাসের সা‌থে মুখমূখী সংঘর্ষ ঘটলে মটরসাই‌কেল‌টি বা‌সের সাম‌নে চাকার নি‌চে ঢু‌কে যায়। এ সময় আ‌রোহী নাঈম হো‌সেন ছিট‌কে প‌ড়ে গি‌য়ে ঘটনাস্থ‌লেই তার মৃত‌্যু হয়।
 বলদগাছী থানার অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী ঘটনা‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ঘাতক বা‌সের ধাক্কায় নাঈমের মৃত‌্য ঘ‌টে‌ছে। এ বিষ‌য়ে থানায় এক‌টি মামলা হ‌য়ে‌ছে। ঘাতক বাস‌টি আটক করা হ‌লে ও চালক পা‌লি‌য়ে যায়

Leave a Reply

Your email address will not be published.