আবু সাইদ বদলগাছীঃ ২১ আগষ্ট গ্রেনেট হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামী খালাস পাওয়ায় নওগাঁর বদলগাছীতে আনন্দ মিছিল হয়েছে।
আজ ২ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন এর নেতাকর্মীরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌরাস্তার মোড়ে মিলিত হয়।
সেখানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান ও রবিউল হাসান প্রমূখ। এ সময় উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।