বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানুয়ারি সোমবার বিকেল ৫টায় উপজেলার
বিলাশবাড়ী ইউনিয়নের দ্বীপগঞ্জ বাজার এলাকায়
এই আলোচনা সভা করা হয়েছে।
৬ নং বিলাশবাড়ী ইউনিয়নে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে: ৪৮, নওগাঁ- ৩ (বদলগাছী মহাদেবপুর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জনতার এমপি খ্যাত পারভেজ আরেফিন সিদ্দিকী জনির নির্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রবীণ নেতা ইফতেখার আহমেদ ইফতি, কারা নির্যাতিত বিএনপি নেতা আলম খাঁন, বদলগাছী উপজেলা ছাত্রদলের সাবেক সফল আহ্বায়ক মনিরুল আহসান চৌধুরী সিহানুক, বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিবলী নোমানী চৌধুরী,উপজেলা ছাত্রদলের সাবেক যুম্ম আহবায়ক সাজ্জাক হোসেন।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, বিলাশবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুইট হোসেন, বিএনপি নেতা গোলাম কিবরিয়া হিরো,সাবেক ইউপি সদস্য এবাইদুল হক,বিএনপি নেতা নাছু, মুকুল হোসেন,আবজাল হোসেন,ফরিদ হোসেন, যুব নেতা তারিফুল, রনি, খাইরুল,ফিরোজ, সানাউল, শাহীন, জিয়া সাইবার ফোর্সের নেতা শাহ নেওয়াজ আহমেদ স্বচ্ছ,সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ- কর্মী সমর্থক প্রমুখ ।