বদলগাছীতে বিএমডিএর গভীর নলকূপের সমিতি গঠন নিয়ে দু-পক্ষের সংঘর্ষ; আহত-২

সিয়াম সিদ্দিকী, বিশেষ প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ):- গভীর নলকূপের সমিতি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছীতে (বিএমডিএ) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে।

আহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের সোহাসা গ্রামের শাকিল হোসেন (২৫) ও আয়তুল হোসেন (৪৫)

বুধবার বিকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ(বিএমডিএ) অফিসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

বিএমডিএ অফিস সুত্রে জানা যায়, গত একমাস যাবৎ (বিএমডিএ) গভীর নলকূপ নিয়ে নিজাম উদ্দিন গং ও শাকিল গংদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে একাধিক শালিস হয়েছে। আজকে বিকালে দুই পক্ষের লোক নিয়ে সমিতি গঠন করতে বসলে নিজাম উদ্দিনের সঙ্গে একই গ্রামের শাকিল হোসেনের তর্কবিতর্কের ঘটনা ঘটে। এতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে।

আহত শাকিল হোসেন বলেন, সমিতির গঠনের জন্য দুই পক্ষ অফিসে বসি। নিজাম উদ্দিন গং সমিতির মাধ্যমে ডিপ চালাবে না। এই কথার প্রতিবাদ করলে বরেন্দ্র অফিসে আমাকে নিজাম উদ্দিনের ছেলে আবু হুরাইরা মাথায় আঘাত করে। আমি আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করি।

এ বিষয়ে নিজাম উদ্দিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, দুই পক্ষের মধ্যে ঠেলাঠেলি হয়েছে। আপনার সাথে সাক্ষাতে কথা হবে বলে ফোন কেটে দেয়।

এ বিষয়ে বিএমডিএ সহকারী প্রকৌশলী ইন্তেখাফ আলম বলেন, সকল গভীর নলকূপ সমিতির মাধ্যমে পরিচালিত হবে অফিসের নীতিগত সিদ্ধান্ত আছে। তারই ধারাবাহিকতায় দুই পক্ষ কে অফিসে ডাকা হয়েছিলো। দুই পক্ষের মাঝে তর্কবিতর্ক হলে তারা সংঘর্ষে জড়িয়ে পরে। দুই জন আহত হয়েছে শুনেছি।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজাহান আলী বলেন,দুই পক্ষের সংঘর্ষ হয়েছে শুনেছি। অভিযোগ হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.