বদলগাছীতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

বদলগাছী (নওগাঁ ) প্রতিনিধিঃ  মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর বদলগাছীতে  বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার বদলগাছী সদর ইউনিয়নের ভাতশাইল এলাকায় ১৬ই ডিসেম্বর থেকে ১৮ই ডিসেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী এ কার্যক্রমের  চলবে। বদলগাছী উষা কৃষি উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে এবং রাজশাহী রক্ত বন্ধন গ্রুপের সহযোগীতায় ভাতসাইল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রতিদিন সকাল ১০টা হইতে বিকেল ৪টা পর্যন্ত তিন দিন ব্যাপী এই রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির কার্যক্রম চলবে।
বদলগাছী উষা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো: সাঈদ আল সাহাফ ও পল্লী চিকিৎসক পারভেজ আহমেদ এর পরিচালনায়
১৬- ই ডিসেম্বর ২০২৪ইং মহান বিজয় দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হচ্ছে।
রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে এলাকার ছাত্র-ছাত্রী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে  বিনামূল্যে এই সেবা গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published.