বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে সরকার নির্ধারিত দামে সার পাচ্ছেন কৃষক।সার নিয়ে নেই সংকট-ভোগান্তি ছাড়াই ন্যায্য মূল্যে ডিলারদের কাছ থেকে সার ক্রয় করছেন উপজেলারা কৃষকরা।
রবি মৌসুম ঘিরে চাহিদা মত সারের সরবরাহ থাকায় চলতি মৌসুমে এবার বদলগাছী উপজেলায় সারের কোন সংকট নেই। ডিলারদের কাছে পর্যাপ্ত সার মজুদ থাকায় ডিলারের সার ঘর থেকে কৃষকরা ইচ্ছে মতো সার ক্রয় করতে পারছেন বলে জানান উপজেলার স্থানীয় কৃষকরা।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে সারের বিভিন্ন ডিলারদের সার ঘর ঘুরে দেখা যায়,সার ঘর গুলোতে টাঙানো রয়েছে সরকার নির্ধারিত মূল্য তালিকা। সার ক্রয় করতে আসা কৃষকরা বলছেন কোন প্রকার ভোগান্তি ছাড়াই এবার সরকার নির্ধারিত দামে সার পাচ্ছেন তারা।
স্থানীয় কৃষকরা জানান, কৃষি অফিসের সঠিক তদারকি থাকায় এবার সার নিয়ে এই উপজেলায় নেই সংকট অন্যদিকে বাড়তি দাম নেওয়ার সুযোগ মিলছেনা। কোন রকম ভোগান্তি ছাড়াই চাহিদা মত সার সংগ্রহ করতে পাচ্ছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, প্রতি কেজি ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ২৭ টাকা, ইউরিয়া ২৭ টাকা, মিউরেট অব পটাশ (এমওপি) ২০ টাকা এবং ডায়ামনিয়াম ফসফেট (ডিএপি) ২১ টাকা নির্ধারণ করা রয়েছে।
বদলগাছী সদর ইউনিয়নের সার ডিলার জিতেন্দ্রনাথ চক্রবর্তী জিতু বলেন, সার নিয়ে কোন সমস্যা নেই, চাহিদামত সার কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছে, সরকার নির্ধারিত দামে কৃষকদের নিকট দেওয়া হচ্ছে।
বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান বলেন, এবছর চলতি রবি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্যাপক রবিশস্য চাষ করা হচ্ছে, চাহিদামত বিভিন্ন সার ডিলারদের
কাছ থেকে ভোগান্তি ছাড়াই কৃষকরা নির্ধারিত দামেই পাচ্ছেন