বদলগাছী সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, হাড়কাঁপানো শীত

এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ ভোর থেকে পড়ছে বৃষ্টির মত ঘন কুয়াশা। পথঘাট দেখা যায় না। তার উপর শৈতপ্রবাহে হাড়কাঁপানো শীতের তীব্রতায় জন জীবন যেন অতিষ্ট হয়ে পড়ে। শুক্রবার সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, সকাল ৯ তাপমাত্রা রেকর্ড করা হয় ৭দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ কারণে বেলা বেড়ে গেলেও আরো যেন হীম শীত পড়তে থাকে। বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক এ সুত্র নিশ্চিত করেন। তাপমাত্রা নেমে আসায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে এলাকায়। চলতি শীত মৌসুমে দুইবার দেশের সর্বনি¤œ তাপমাত্রা নেমে আসে এই এলাকায়। ১৫/২০ দিন থেকে একটানা তীব্র শীতে কাঁতর হয়ে পড়েছে নি¤œ আয়ের মানুষ। শীত আর দীর্ঘ ঘন কুয়াশার কারনে আলু ক্ষেতে পচন ধরেছে। শীত উপেক্ষা করে চলছে বোরো চাষাবাদ। ৩/৪ দিন থেকে দুপুরের পর থেকে রোদ দেখা দিলেও শীতের তীব্রতা কমছে না। বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন শুক্রবার সকাল ৬টায় তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, সকাল ৯টায় তাপমাত্রা আরো কমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাশের আদ্রতা ছিল শতভাগ।

Leave a Reply

Your email address will not be published.