মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : বরেন্দ্রঞ্চলে রোপা আমন ধান কাটা শুরু হয়েছে।হেমন্তের সময় জেলার মাঠজুড়ে সোনালি ধানের সুনিপুণ দৃশ্য দেখা যাচ্ছে। মাঠে কৃষকরা কাস্তে হাতে ধান কাটার মধ্য দিয়ে পরিবারের জন্য প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহের রঙিন স্বপ্ন বুনছেন।
এবার এ অঞ্চলে উৎপাদন হতে পারে ৬ লাখ ৫৫ হাজার মেট্রিক টন চাল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এখন পর্যন্ত জেলার মোট জমির ৩০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে।
চলতি খরিপ-২ মৌসুমে জেলায় ১ লাখ ৯৬ হাজার ১২৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। জেলার ১১টি উপজেলায় এই ধান চাষের পরিমাণ যথাক্রমে- নওগাঁ সদর ১১ হাজার ২৫০ হেক্টর, রানীনগর ১৮ হাজার ৪৫০ হেক্টর, আত্রাই ৬ হাজার ৯৭০ হেক্টর, বদলগাছি ১৪ হাজার ৪৮৫ হেক্টর, মহাদেবপুর ২৮ হাজার ৯২৫ হেক্টর, পত্নীতলা ২৩ হাজার ৪২০ হেক্টর, ধামইরহাট ২১ হাজার ১০ হেক্টর, সাপাহার ৯ হাজার ৮০০ হেক্টর, পোরশা ১৫ হাজার ২৯০ হেক্টর, মান্দা ১৬ হাজার ১০০ হেক্টর এবং নিয়ামতপুর ৩০ হাজার ৪২৫ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে।
কৃষকরা কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী বিভিন্ন জাতের আমন ধান চাষ করেছেন, এর মধ্যে রয়েছে স্বর্ণা, ব্রি-ধান-৩৪, ব্রি-ধান-৫১, ব্রি-ধান-৫২, ব্রি-ধান-৪৯, ব্রি-ধান-৭৫, ব্রি-ধান-৮৭, ব্রি-ধান-৯০, ব্রি-ধান-৯৩, ব্রি-ধান-৯৪, ব্রি-ধান-৯৫, ব্রি-ধান-১০৩ এবং স্থানীয় জাতের মধ্যে বিন্নাফুল, বিনা ধান-১৭ ও চিনি আতপ।
কৃষি বিভাগের আশাবাদী তথ্য অনুযায়ী, এই মৌসুমে মোট ৯ লাখ ৮২ হাজার ৫৯৫ টন ধান উৎপাদিত হবে, যার পরিমাণ চালের আকারে হবে ৬ লাখ ৫৫ হাজার ৭০ টন।