বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও কমরেড মণি সিংহ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

পলাশ সাহা, (নেত্রকোণা) প্রতিনিধিঃ  নেত্রকোণার দুর্গাপুরে চলছে কমরেড মণি সিংহ মেলা। এই মেলার তৃতীয় দিন অনুষ্ঠিত হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও কমরেড মণি সিংহ শীর্ষক আলোচনা সভা।
এতে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা,তাৎপর্য ও মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা কমরেড মণি সিংহের জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করেন আলোচকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড ড. দিবালোক সিংহ। এই সভায় আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,এম এ রব খলিফা,সিরাজুল হক,আব্দুল জব্বার,কবি বিদ্যুৎ সরকার,চন্দন দাস এবং জাহাঙ্গীর আলম রিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমরেড শামসুল আলম খান।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published.