বাঙ্গালির গৌরব-গাঁথার মাস “মার্চ” শুরু

কালের সংবাদ ডেস্কঃ বাঙ্গালির গৌরব-গাঁথার মাসের প্রথম দিন আজ। সেই সাথে বাঙ্গালির স্বাধীনতার মাস।

২৫যে মার্চের কালরাত পেরিয়ে নতুন সূর্য ছিনিয়ে আনতে বিষাদ-বেদনার মধ্য দিয়ে এক অগ্নিঝরা ইতিহাসের যাত্রা শুরু হয়।
১৯৭১ সালের মার্চেই স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মুক্তিকামী দেশবাসী ঐক্যবদ্ধভাবে হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ সহিদের রক্তের বিনিময়ে বিশ্বমানচিত্রে অভ্যুদয় ঘটেছিল ‘বাংলাদেশ’ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের।

১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হলেও চূড়ান্ত আন্দোলনের সূচনা হয়েছিল ১ মার্চ থেকেই। ওই দিন পাকিস্তানের সামরিক শাসক অকস্মাৎ এক ফরমানে স্থগিত করলেন জতীয় পরিষদ অধিবেশন।

এলো ২ মার্চ। উড়ল মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা।

৭ই মার্চ জাতীর জনকের মুখেই স্বাধীনতা ঘোষনার আর একটি মহাপ্রহর॥

“এবারের সংগ্রাম স্বাধীনতার সগ্রাম”॥

সবাই কে অগ্নি ঝরা মার্চে একগুচ্ছ শুভেচ্ছা॥

Leave a Reply

Your email address will not be published.