বাড়ছে তুলার আবাদ, লাভবান হচ্ছে কৃষক

মোঃ সহিদুল ইসলাম মুকুল, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় তুলার আবাদ চাষীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

কম খরচে বেশি লাভ পাওয়ায় চাষীদের মধ্যে বেশ আগ্রহ দেখা দিচ্ছে। আবওহাওয়া অনুকূল থাকায় এবারে তুলার বাম্পার ফলন হয়েছে। চলতি বছরে প্রায় ১২০ হেক্টর জমিতে তুলার আবাদ হয়েছে। কৃষকদের উৎপাদিত তুলা সরাসরি তুলা উন্নয়ন বোর্ড উপযুক্ত দামে ক্রয় করে নেয়। ফলে কৃষকদের অন্য ফসলের তুলনায় তুলায় অধিক লাভবান হয়। তুলা চাষিরা জানান, রুপালি-১, হোয়াইট গোল্ড-১ হোয়াইট গোল্ড-২ জাতের তুলা প্রতিবিঘাতে বীজ সহ উৎপাদিত হয় ১৫ থেকে ২০ মণ। যার বর্তমান বাজার মূল্য কমপক্ষে ৫০ থেকে ৬০ হাজার টাকা। আবার তুলার জমিতে সাথী ফসল করা যায়।

ভেড়ামারা উপজেলার বাসিন্দার কৃষক রেজাউল ইসলাম জানান, তুলা চাষে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়লে অনেক অনুপযোগী ও অনাবাদি জমিতে তুলা চাষ করে চাষীদের ভাগ্য পরিবর্তন করা যায়।

Leave a Reply

Your email address will not be published.