বান্দরবানের রুমায় ই -প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব  সংবাদদাতা , বান্দরবান ঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে গ্রামবাসী ও সমিতিভুক্ত সদস্যদের মাসিক যৌথ সভা ও  ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে রুমায় আজ মঙ্গলবার (২৯ অক্টোবর)  সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের মাল্টিমিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বান্দরবান জেলার উপ-পরিচালক অহিদুজ্জামান ভূঞা।
বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের জেলা জুনিয়র কর্মকর্তা রমজান মোল্লা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপস কান্তি বড়ুয়া।
সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা সহকারী কর্মকর্তা প্রকাশ চাকমা।।
প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুতিমল। এ প্রশিক্ষণে নারী পুরুষ মোট ৫০জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের  মাঝে অনুদান ও দৈনিক ভাতা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.