বিজিবিএ-এর প্রথম নির্বাচন নিয়ে ধুম্রজাল সুরু কি

কালের সংবাদ ডেক্স ঃ বিজিবিএ- এর প্রথম নির্বাচন নিয়ে সদস্যদের মধ্যে এক অসুস্হির পরিবেশ সৃষ্টি হয়েছে। বেশ কয়েক বৎসর ধরেই চলছিলো বিজিবিএ-এর নির্বাচন নিয়ে বহু জল্পনা কল্পনা ও আন্দলোন সব সদস্যের।

এর মধ্যে আইনানুগ ভাবে নির্বাচনের নির্দেশ আসে। শুরু হয় নির্বাচন প্রক্রিয়া কিন্ত আবার শুরু হয় দলাদলি ফলে সাধারণ সদস্যের মধ্যে আবার অতঙ্ক বিরাজ করছে এই ভোট নিয়ে। একটি পক্ষকে অনৈতিক সুবিধা দিয়ে বিজিবি-এর নেতৃত্বে বসানোর পায়তারা করা হচ্ছে বলে অভিযোগও উঠছে।

আজ সকালে একটি অংশ সংবাদ সম্মেলন করেন ইআরএফ মিলনায়তনে এতে জানানো হয় বিজিবি-এর মোট সদস্য ১৫৮৬ জন। সদস্যপদ রিনিউ করেছেন ৮১৯ জন। চূড়ান্তভাবে ভোটার করা হয়েছে মাত্র ৬০০ জনকে।
এতে আরো অভিযোগ আছে একই ব্যক্তিকে একাধিক ভোটার করাও হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ উঠে আসে যে ২১৯ জন সদস্য তাদের সদস্য পদ রিনিউ করা সত্বেও তাদেরকে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

এই সংবাদ সম্মেলনে জানানো হয় বিজিবিএতে সরকার কর্তৃক নিয়োগকৃত প্রশাসক বাণিজ্য সংগঠনের অনেক ধারা এবং নিয়ম কানুন মানা হছেনা।

নিয়ম বহির্ভুত ভাবে ভোটার তালিকা প্রকাশ করেছেন প্রস্তুতকারক স্হান।

সাধারণ সদস্যরা চান প্রথম নির্বাচন সবায়কে নিয়ে সুন্দর ভাবে করা যায়নাকি ।

Leave a Reply

Your email address will not be published.