বিজিবি’র চিরুনী অভিযানে আরও ৮,৮৬,৬৫০/- টাকার মাদক ও পণ্য জব্দ

 আনিসুর রহমান বেনাপোল প্রতিদিন: বেনাপোলে’ বিজিবির অব্যাহত চিরুনী অভিযানে আরও ৮ লক্ষ ৮৬ হাজার ৬৫০ টাকা মূল্যের মাদক ও পণ্য সামগ্রী জব্দ হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী সীমান্তে পৃথকভাবে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বেনাপোল বিওপি, আইসিপি ক্যাম্প, রঘুনাথপুর বিওপি ও শিকারপুর বিওপির বিজিবি সদস্যরা খন্ড-খন্ড মাদক ও পণ্যের চালান জব্দ করেন।
বিজিবি জানিয়েছেন, জব্দের তালিকায় রয়েছে- বিপুল পরিমাণে বিদেশী মদ, ভারতীয় গাঁজা,  শাড়ী, থ্রী-পিস, কম্বল, চাদর, লুঙ্গি, পান মসলা, চশমা, ভ্যাকসিন এবং কসমেটিক্স সামগ্রী। যার সর্বমোট মূল্য ৮ লক্ষ ৮৬ হাজার ৬৫০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী’ জব্দের তালিকার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবত চোরাচালানীদের মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
প্রতিনিয়ত এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। অপরদিকে ভারত থেকে মাদক প্রবেশে দেশের তরুন ও যুব সমাজ নির্মম ছোবলে আক্রান্ত হচ্ছে। যা প্রতিরোধে বিজিবির কর্মকান্ডে’ ধারাবাহিকভাবে প্রতিদিন অবৈধ মাদক ও পণ্য সামগ্রী জব্দসহ পাঁচারকারি চক্র আটকের তালিকা ভারি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.