মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বাঙালি জাতির হাজার বছরের শৌযবীর্য ও বীরত্বের এক অবিস্মরনীয় গৌরবময় দিন ১৬ ডিসেম্বর। বীরের জাতি হিসেবে আত্নপ্রকাশ করার দিন এই দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নাম একটি স্বাধীন ভুখন্ডের নাম জানান দেওয়ার দিন। এই দিনে দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে পাকিস্তানী বাহিনী আত্নসমার্পন করেন। এই বিজয় দিবস উপলক্ষে বেনাপোল পৌর বিএনপির আয়োজনে বর্নঢ্য র্যালি নিয়ে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন বাংলাদেশ জাতিয়তাবাদি দলের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
বেনাপোল বলফিল্ড থেকে সকাল ৮ টার সময় বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বিজয় দিবসের র্যালি নিয়ে বিনম্র শ্রদ্ধায় শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের ভারত, সংগঠনিক সম্পাদক আহাদ আলী, আক্তারুজ্জামান, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পৌরযুবদেলের আহবায়ক মোফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, বেনাপোল পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা ইদ্রিস আলী ইদু, আতিকুজ্জামান সনি, সাহাবুদ্দিন আহমেদ, পৌর কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, মেহের উল্লাহ মেম্বার বেনাপোল ছাত্র দলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।