বিরামপুর উপজেলার (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) সমাজ উন্নয়ন সমিতির পুনরায় আদিবাসী চেয়ারম্যান নির্বাচিত চিন্তরঞ্জন পাহান

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: বিরামপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমাজ উন্নয়ন সমিতির নির্বাচনে আয়োজন করা হয়। গত-১৬/১০/২০২৩ইং রোজ সোমবার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে। উক্ত অনুষ্ঠান নির্বাচন পরিচালনা সভাপতিত্ব করেন বিনয় চন্দ্র সরকার এবং বিরামপুর উপজেলা আদিবাসী সমাজ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উন্নয়ন সমিতির নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মি. লুইস মুর্মু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি উনি অন্য কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি। বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়ন এবং বিরামপুর পৌরসভার বসবাস কারী আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী পুরুষ সকলেই উক্ত নির্বাচনে উপস্থিত হয়ে ৪টি পদে ভোটের মাধ্যমে এবং বাকি পদ সমূহ সিলেকশনের মাধ্যমে মোট (৫১)জন সদস্য বিশিষ্ট কমিটি ৫বছর মেয়াদে গঠিত হয়।

যথাক্রমে: ১)চিন্তরঞ্জন পাহান সভাপতি ২) মন্ত্রী মুর্মু সহ সভাপতি ৩) মিনতি মুর্মু সহ সভাপতি ৪) ইলিয়াস মুর্মু সাধারণ সম্পাদক ৫) বিশ্বনাথ তির্কী যুগ্ম সাধারণ সম্পাদক ৬) দুলাল সরেন কোষাধ্যক্ষ ৭) সুমন পাউরিয়া সহ কোষাধ্যক্ষ ৮) শ্রীমন বাস্কে শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ৯) ফ্লাবিউস হেম্ব্রম শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ১০) বিকাশ পাহান ক্রিয়া সম্পাদক ১১) লক্ষণ পাহান সহ ক্রিয়া সম্পাদক ১২) জয়ন্ত হাসদা সাংগঠনিক সম্পাদক ১৩) শিরিল মার্ড়ী সহ সাংগঠনিক সম্পাদক ১৪) সুফল মার্ড়ী প্রচার সম্পাদক ১৫) পাত্রাশ মুর্মু সহ প্রচার সম্পাদক ১৬) যতিন সরেন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ১৭) সুরেন কর্মকার সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ১৮) মানিক কর্মকার দপ্তর সম্পাদক ১৯) সীতারাম খালকো সহ দপ্তর সম্পাদক ২০) শিতলী রানী পাহান মহিলা সম্পাদক ২১) মুকুল রানী পাহান সহ মহিলা সম্পাদক ২২) উইলসন হেম্ব্রম সদস্য ২৩) সিলভেস্টার সরেন সদস্য ২৪) আবেদ হেম্ব্রম সদস্য ২৫) মনিকা সরেন সদস্য ২৬) নগেন্দ্র নাথ পাহান সদস্য ২৭) মুক্তা মার্ড়ী সদস্য ২৮) সুকিলা সরেন সদস্য ২৯) মালা রানী ৩০) রুপলাল সদস্য ৩১) সোহাগী হাসদা সদস্য ৩২) মশেস হাসদা সদস্য ৩৩) শংকরী পাহান সদস্য ৩৪) লগেন হাসদা (পল্টু) সদস্য ৩৫) কেরবিন হেম্ব্রম ৩৬) বারনা বাস সরেন সদস্য ৩৭) সামুয়েল হেম্ব্রম সদস্য ৩৮) কারলুশ মার্ড়ী সদস্য ৩৯) রবিন পাহান রুবেল সদস্য ৪০) তালা হাসদা সদস্য ৪১) সিল ভানুস মুর্মু সদস্য ৪২) কমল সদস্য ৪৩) রনি সদস্য ৪৪) মেরিনা হেম্ব্রম সদস্য ৪৫) সনতি মার্ড়ী ৪৬) কুমত লাকড়া সদস্য ৪৭) নরেশ টুডু সদস্য ৪৮) সালমি মুর্মু সদস্য ৪৯) বিকাশ হাসদা সদস্য ৫০) নরেন পাহান সদস্য ৫১) নিকলাস মার্ড়ী সদস্য।

উল্লেখ্য যে উপজেলা আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী সমাজ উন্নয়ন সমিতির চিন্তরঞ্জন পাহান সততার সাথে দায়িত্ব পালন করেছেন। সে ধারাবাহিকতায় পুনরায় বিরামপুর উপজেলা আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন।

Leave a Reply

Your email address will not be published.