বেনাপোলে বন্দরে ভারতীয় ট্রাক চালকের মৃত্যু

মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থল বন্দরে আমদানি পণ্য নিয়ে আসা ভারতীয় দিনেশ চান যাদব (৫১) নামে একজন ট্রাক চালক এর মৃত্যু হয়েছে। ওই চালক ৭ নভেম্বর ভারত থেকে তুলার একটি চালান নিয়ে বেনাপোল বন্দরের ২৫ নম্বর শেটে টিটিআই এসিড মাঠে অবস্থান করেন। আজ (৮ নভেম্বর) সকালে স্টক করে সে মৃত্যু বরন করে।

নিহত ট্রাক চালক ভারতের ভাসলাম কমিশিরপুর, জালালপুর, আহমেদ নগর (উত্তর প্রদেশ) এর বাসিন্দা।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বেনাপোল বন্দরে আমদানিকৃত পণ্য নিয়ে আসার পর ভারতীয় এক ট্রাক চালক আজ সকালে অসুস্থ হয়ে নোম্যান্সল্যান্ডে মারা যান। খবর পেয়ে আমরা দ্রুত বেনাপোল বন্দরের পরিচালকের মাধ্যমে পেট্রাপোল বন্দরের ম্যানেজার কমলের সাইনি ও পেট্রাপোল কিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তীকে বিষয়টি জানানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, বেনাপোল বন্দরে ভারতীয় এক ট্রাক চালকের মৃত্যু খবর শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.