বেনাপোলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উযাপন

মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি:  বেনাপোলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯তম জন্মদিন উদযাপন হয়েছে। বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকরা দোয়া আলোচনার মধ্যে দিয়ে কেক কেটে জন্মদিন পালন করলেন। রোববার (১৯ জানুয়ারী) দুপুর এক টার সময় বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর কার্যালয়ে,স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিকরা দোয়া ও আলোচনা ও কেক কাটার  মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন,বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি মোঃ আসাদুল ও সাধারণ সম্পাদক মোঃ শহিদ আলী, উলশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ,বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু , ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা জব্বার আলী মেম্বার,বেনাপোল ইউনিয়ন ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ খোকন,সহ-সভাপতি মোঃ তবিবুর রহমান,বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সহ-সভাপতি (১) )মোঃ তবিবুর রহমান,সহ-সভাপতি (২)মোঃ তবিবুর রহমান তবি,সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্য মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান,মোঃ ইছাহক মেম্বার,মোঃ জুলু মেম্বার,লিংকন মেম্বার,লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিক বৃন্দরা উক্ত জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের জন্মদিন আজ। ১৯৭১ সালের ২৬ মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করেছেন।

জিয়াউর রহমান ১৯৩৬ খ্রিষ্টাব্দের এই দিনে বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে তার ডাক নাম ছিলো কমল। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরউত্তম খেতাবে ভূষিত করে।

১৯৮১ খ্রিষ্টাব্দের ৩০ মে গভীর রাতে সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে তিনি শহীদ হন।

Leave a Reply

Your email address will not be published.