মোঃ আনিছুর রহমান প্রতিনিধি বেনাপোল : আওয়ামী সরকারের একদলীয় শাসন জোর জুলূম করে ভোট ছিনিয়ে নিয়ে সারা দেশে পৌরসভা নির্বাচন হয়। একই ভাবে বেনাপোলে ও গত ১৭ই জুলাই ২০২৪ তারিখে পৌর নির্বাচন হয়। নামে মাত্র ভোট গ্রহন হয়। ভোটের অন্তরালে ক্ষমতাসীন আওয়ামীলীগ তাদের দলীয় প্রার্থীকে বিজয়ী করে কারচুপির মাধ্যেম। এরই ধারবাহিকতায় বিভিন্ন অপকর্ম জোর জুলুম করে ক্ষমতায় থাকা অর্থ লুটপাটের অভিযোগ জনগনের ভোট চুরির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পালাতে বাধ্য হয় আওয়ামী সরকার প্রধান শেখ হাসিনা। এরপর এক এক করে জেলা উপজেলা পৌরসভার নির্বাচন ভেঙ্গে দেন বর্তমান তত্ববধায়ক সরকার। এরই ধারবাহিতকায় আগামি নির্বাচনে বেনাপোল পৌরসভার মেয়র হিসাবে বিএনপি নেতা নাজিম উদ্দিনকে দেখতে চায় পৌর নাগরিকরা।
দেশে পরিবেশ অনুকুলে আসায় দল মত নির্বিশেষ সকল জনগন স্বস্তি থাকায় যশোর জেলার বেনাপোল পৌরসভায় আগামি নির্বাচনে বাংলাদেশ জাতিয়তাবাদি দলের প্রার্থী হিসাবে দেখতে চায় নাজিম উদ্দিনকে। নাজিম উদ্দিন বেনাপোল পৌর বিএনপির পরিক্ষীত সভাপতি। তিনি দলের দুর্দিনে আওয়ামী সরকারের মিথ্যা মামলা হামলায় জেল জুলূম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। তিনি একজন ব্যবসায়ি। কোন মারামারি অত্যাচার জোর জুলূম এর পক্ষপাতিত্ব অংশগ্রহন করেন না। তিনি চায় সকল দল মত নির্বিশেষে সকল প্রকার নির্বাচন হোক। তাতে যে বিজয়ী হবে তাকে বিজয়ের মালা পরানো হবে। আওয়ামী সরকার বিএনপির এই ত্যাগী নেতাকে বার বার নাশকতা মুলক মামলায় গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন। তারপরও তিনি ফ্যাসিবাদী সরকারের সাথে কোন আপোস করেন নাই। তিনি তার ন্যায় আদর্শ ঠিক রেখে বাংলাদেশ জাতিয়তাবদী দলের বহুদলীয় গনতন্ত্রে প্রবক্তা জিয়াউর রহমানের আদর্শ আপোসহিন নেত্রী খালেদা জিয়ার আাদর্শকে লালন করে ফ্যাসিবাদি সরকারের অত্যাচার নির্যাতন সহ্য করে এই জনপদে তার দল (বিএনপি) কে আকড়ে ধরে আছে।
বিভিন্ন চায়ের দোকান মুদি দোকান, চাকুরীজিবীদের মাঝে আলাপে তারা বেনাপোল পৌর সভার উন্নয়নে এবং নির্লোভ একজন মানুষ হিসাবে নাজিম উদ্দিনকে আগামি নির্বাচনে পৌর মেয়র হিসাবে দেখতে চায়। একটি সুত্র দাবি তোলে বেনাপোল পৌর সভার ২০১১ সালের প্রথম নির্বাচনে ভোটে নাজিম উদ্দিন বিজয়ী হলেও তাকে তৎকালীন আওয়ামী সরকার সুকৌশলে পরাজিত করে।
বেনাপোল পৌর সভার সচেতন মহল মনে করেন নাজিম উদ্দিন একজন সহজ সরল উন্নয়ন মুখী মানুষ। তিনি কোন অত্যাচার নির্যাতন দখল দারিত্বে বিশ্বাসী নয়। এছাড়া দলের দুঃসময়ের কান্ডারী ছিলেন নাজিম উদ্দিন। তাকে পৌর মেয়র নির্বাচন করলে সে সকলের গ্রহন যোগ্য হবে। একজন নিরহংকার মানুষ।
কথা হয় পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন এর সাথে, তিনি আগামি পৌর নির্বাচনে অংশ নিতে চায় কি না। এ প্রসঙ্গে তিনি দলের প্রতি আস্থা রেখে বলেন আমি গত নির্বাচনে বিজয়ী হয়েছি জনগনের ভোটে। আমাকে কি ভাবে পরাজিত করা হয়েছে তা বেনাপোলের মানুষ জানে। আমাকে যদি আমার দল আমার জেলা নেতা অনিন্দ্য ইসলাম অমিত যদি নির্বাচনের জন্য অংশগ্রহন করতে বলেন আমি অবশ্যই নির্বাচন করব। কারন আমার বিশ্বাস বেনাপোল পৌর বাসি আমাকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করবে। আমি কোন দখল বাজি চাই না। আমি চাই জনগনের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে। আমার দল বিএনপি নিতী আদর্শের দল। কোন অন্যায় অত্যাচার জুলূমে বিশ্বাসী নয়। জনগন ও দল চাইলে আমি নির্বাচনে অবশ্যই অংশ নিব।