ভাঙ্গুড়ায় র‍্যাবের অভিযানে গণধর্ষণসহ হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

সিরাজুল ইসলাম আপন, ভাঙ্গুড়া (পাবনা): পাবনার ভাঙ্গুড়ায় নাবালিকা গণধর্ষণসহ হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার র‌্যাব ১২ পাবনা। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১২ টায় নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন কচুয়া এলাকায় অভিযান চালিয়ে মো: মাহফুজ (২২) নামে গণধর্ষণসহ হত্যা মামলার ওই আসামিকে গ্রেফতার করা হয়। সে পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে এবং কৈডাঙ্গা গ্রামের নাবালিকা মেয়ে গণধর্ষণসহ হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামী।

র‌্যাব-১২ জানায়, চলতি বছরের ৯ সেপ্টেম্বর পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের নাবালিকা মেয়ে সানজিদা খাতুন (১৬) গনধর্ষনের শিকার হয়ে পরের দিন ১০ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। পরবর্তীতে এ বিষয়ে সানজিদার পিতা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় ৪ জনকে আসামী করে একটি গণধর্ষণসহ হত্যা মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে র‌্যাব আসামি গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র‌্যাবের অভিযানিক দল বৃহস্পতিবার গভীর রাতে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন কচুয়া এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণসহ হত্যা মামলার আসামি মাহফুজকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গুড়া থানায় হস্তান্তর করে র‌্যাব। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

মামলা সুত্রে জানা গেছে, সানজিদা খাতুন ভাঙ্গুড়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ছিলেন। কলেজে লেখাপড়া চলাকালীন নীরব নামে স্থানীয় এক বখাটে যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে সানজিদার সাথে প্রেমের আড়ালে কৌশলে তার আপত্তিকর ভিডিও মোবাইলে ধারন করে বখাটে নীরব। এরপর প্রতিনিয়ত বøাকমেইল করে সানজিদাকে একাধিকবার ধর্ষন করে। এভাবে আপত্তিকর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে পুনরায় চলতি বছরের ১০ সেপ্টেম্বর কলেজ থেকে সানজিদাকে কৈডাঙ্গা গ্রামে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় বখাটে নীরব। সেখানে আগে থেকেই উপস্থিত থাকা নীরবের দুই বন্ধু মাহফুজ এবং রমজান পালাক্রমে ধর্ষন করে সানজিদাকে। এক পর্যায়ে সানজিদার কান্নাকাটি এবং চিৎকারের আওয়াজ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে সানজিদাকে উদ্ধার করে। পরবর্তীতে নিজ বাড়িতে গিয়ে সানজিদা অসুস্থ্য হয়ে পড়লে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার আরও অবনতি হলে সানজিদাকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। এ অবস্থায় সানজিদা ঐ দিন বিকাল ৪ টার দিকে মৃত্যুবরণ করে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, পাবনা র‌্যাব ১২ ও ভাঙ্গুড়া থানা পুলিশের যৌথ অভিযানে গণধর্ষণসহ হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামী মাহফুজকে বৃহস্পতিবার রাতে আটক করে শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.