সিরাজুল ইসলাম আপন, ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদী দখল করে পাকা ভবন নির্মাণের উদেশ্যে গাইড ওয়াল করা হচ্ছে। পার-ভাঙ্গুড়া ইউনিয়নের টলটলি পাড়া গ্রামের মৃত তুজাম্মেল হোসেনের ছেলে প্রভাবশালী মো: মোতাহার হোসেন তার বাড়ির পাসে নদী দখল করে পাকা ভবন নির্মাণের উদেশ্যে গাইড ওয়াল করছে। মোতাহার হোসেন উপজেলার খানমরিচ ইউনিয়নের ইউপি সচিব হিসাবে কর্মরত আছেন।
সরেজমিনে দেখা গেছে, ভাঙ্গুড়ার জগাতলা- টলটলিপাড়া সড়কের ধারে নদীর ওপর গাইড ওয়াল করা হচ্ছে। গাইড ওয়ালটির দৈর্ঘ্য প্রায় ৭০ ফুট ও প্রস্থ্য ৩৫ ফুট। নদীর নিচ থেকে প্রায় ১০ ফুট উচুতে প্রস্থ্য ৩৫ ফুটে ৪টি কলাম দিয়ে গাইড ওয়াল নির্মাণের কাজ করছে ৫ শ্রমিক। সেখানে থাকা এক শ্রমিক বলেন, প্রায় ১৫ দিন ধরে এ কাজ করছি আরো অনেক কয়েক দিন লাগবে।
এলাকাবাসী জানান, বর্ষাকালে পানি বাড়লে নদীতে নৌকা চলাচল করে। গাইড ওয়ালটি নির্মাণ করায় নৌ-চলাচল ব্যাহত হতে পারে। কিন্তু মোতাহার প্রভাবশালী সচিব হওয়ায় সবাইকে ম্যানেজ করে নদী দখল করে গাইড ওয়াল নির্মাণ করছে।
প্রভাবশালী সচিব মো: মোতাহার হোসেন নদী দখলের কথা অস্বীকার করে বলেন, নদীর পাশে আমার জায়গাতেই আমি গাইড ওয়াল নির্মাণ করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খাঁন বলেন, নদী দখল করে গাইড ওয়াল নির্মাণ করার কোন সুযোগ নেই। সচিব মোতাহার হোসেনকে কাজ বন্ধ করে দিতে বলেছি। দুই একদিনের মধ্যেই মালামাল সব উঠিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।