ভাষা দিবস উৎযাপন ও বইয়ের মোরক উন্মোচন খিরসীন পত্নিতলা নওগাঁয়

নিজেস্ব প্রতিবেদকঃ আজ মহান ভাষা দিবস উপলক্ষ্যে নওগাঁর পত্নিতলায় “খিরসীন এস কে উচ্চ বিদ্যালয়ে” ভাষা দিবস উৎযাপন ও ভাষা সৈনিকদের স্বরণে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । তার সাথে যৌথ ত্রৈমাসিক প্রতিবেদন সহ বই প্রকাশ করা হয় এবং আজ ২১শে ফেব্রুয়ারির দিনেই উন্মোচন করা হয়।

বই কয়েকটির সম্পাদক ছিলেন কবি গবেষক অধ্যাপক মীর আব্দুর রাজ্জাক স্যার, সাবেক ইংরেজি বিভাগীয় প্রধান আজিজুল হক কলেজ বগুড়া।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি বি এস এফ হুমায়ুন কবির চৌধুরী, উক্ত অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন খিরসীন এস কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, স্থানীয় কবি গুলজার রহমান এবং স্কুল মেনেজিং কমিটি সদস্য গণ, শিক্ষক মণ্ডলি এবং ছাত্র-ছাত্রি বৃন্দ্। বইগুলোর লেখক কবি সাহিত্যিক গন পাঠক বৃন্ধকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান টি খিরসীন এস কে উচ্চ বিদ্যালয়ের মঞ্চে অনুষ্ঠিত হয়। খিরসীনে দুই স্কুলেরই যথাযথ মর্যাদায় শহীদ দিবস পালন হয়।

Leave a Reply

Your email address will not be published.