ভোলায় পুকুরে মিলল দুই কেজি ওজনের ইলিশ

জাহিদ মুন্সি, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে পুকুরে মিলল ২ কেজি ওজনের ইলিশ মাছ। মঙ্গলবার দুপুরে উপজেলার চরমানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বেড়িবাঁধের বাইরে এক কৃষকের পুকুরে মাছটি ধরা পড়ে। পুকুরের মালিক মো: আবদুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, বেড়িবাঁধের বাইরে ১২ শতাংশ জায়গাজুড়ে আমার পুকুর। এ পুকুরে প্রতি বছরই শীত মৌসুমে মাছ ধরা হয়। তাই এবারও ঝাঁকি জাল দিয়ে আমরা মাছ ধরতে পুকুরে নেমে জাল টানলে বিভিন্ন প্রজাতির মাছসহ ২ কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়ে। পুকুরে ইলিশ মাছ পাওয়ার পর এলাকার মানুষ মাছ দেখতে ভিড় জমায়। পরে ইলিশ মাছটা আমরা স্বজনদের মধ্যে ভাগ করে নিয়েছি।

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, পুকুরে ইলিশ মাছ হয় বিষয়টি এমন না। মূলত বর্ষা মৌসুমে বেড়িবাঁধের বাহিরে ঘের ও পুকুরে জোয়ারের পানি প্রবেশ করায় তখন ইলিশের পোনা পুকুরে এসেছে। তাই পুকুরে ইলিশ মিলেছে।

Leave a Reply

Your email address will not be published.