মোহাম্মদ আককাস আলী, প্রতিনিধি মহাদেবপুরঃ সোমবার (৯ ডিসেম্বর)নওগাঁর মহাদেবপুরে উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুবেন চন্দ্র বর্মন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) রিফাত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ খুরসিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হুসেইন মুহম্মদ এরশাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. ইব্রাহিম খান। স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সম্মানিত সুধিজনসহ অনেকে উপস্থিত ছিলেন।