মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুরঃ “এসো কবিতা পড়ি আলোকিত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে বরেন্দ্র সাহিত্য-সাংস্কৃতি পরিষদ,জাতীয় কবিতা পরিষদ এবং নজরুল তীর্থ সাহিত্য পরিষদ এর যৌথ আয়োজনে কবিতা প্রতিযোগিতার আসর ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২ ক্যাটাগরিতে এই কবিতা প্রতিযোগিতা উৎসব অনুষ্ঠিত হবে। প্রথমে ছাত্র-ছাত্রীরা কবিতা প্রতিযোগিতায় অংশ নিবে। তাদের জন্য নির্ধারিত কবিতা (কবি মোহাম্মদ আককাস আলীর লেখা) “হে বীর বাঙালি আবু সাঈদ”। কবি ও সাহিত্যিকদের জন্য নির্ধারিত তিনটি কবিতা থাকবে। তিনটির মধ্যে যে কোন একটি আবৃত্তি করতে পারবেন। (কবি মোহাম্মদ আককাস আলীর লেখা)১.জাগো,২.এখন বের হবো না,৩.ইতিহাস কথা বলে। এই কবিতাগুলো কবি মোহাম্মদ আককাস আলীর ৮ম আবিষ্কার “দুই বাংলার কাব্যগাঁথা ও গল্পকথা” বইটি থেকে নেয়া।
দেশের যে কোন প্রান্ত থেকে ছাত্র-ছাত্রী, কবি, লেখক সাহিত্যিকগণ এই কবিতা প্রতিযোগিতার আসরে অংশগ্রহণ করতে পারবেন। নির্ধারিত স্থান: উপজেলা হলরুম,মহাদেবপুর, নওগাঁ। তাং-২৮.২.২০২৫ইং
বিচারক মন্ডলীর সভাপতি : কবি মোহাম্মদ আককাস আলী(প্রকাশক ও সম্পাদক দৈনিক মহাদেবপুরের খবর)। প্রধান অতিথি : আরিফুজ্জামান(ইউএনও, মহাদেবপুর)।
প্রধান আলোচক: অধ্যক্ষ কবি আরিফুর রহমান(রাইগাঁ ডিগ্রি কলেজ)
প্রধান মেহমান: কবি মীর আব্দুর রাজ্জাক।